নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আনা ৫০ লাখ ডোজ টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ভারত থেকে দেশে আনার পর টিকার পরীক্ষা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান আজ (মঙ্গলবার) দুপুরে সাংবাদিকদের জানান, এই টিকার কোয়ালিটির দিক থেকে উপযুক্ত এবং ভ্যাকসিনের প্যারামিটার ঠিক থাকায় এটি প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে।
তিনি বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত ৫০ লাখ ডোজ টিকার প্রথম চালান পরীক্ষা করার পর এটি ব্যবহারে আর কোন বাধা নেই। এছাড়া উপহার হিসেবে আশা আগের ২০ লাখ টিকা বিশেষজ্ঞদের ব্যাপারে ছাড়পত্র শিগগিরই দেয়া হবে বলেও জানান ওষুধ প্রশাসনের ডিজি।
এর আগে গতকাল সোমবার ভারত থেকে ৫০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা দেশে পৌঁছায়। আজ ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ভ্যাকসিন পেতে ইচ্ছুকদের অনলাইনে নিবন্ধন কার্যক্রম। আগামীকাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে পুলিশ প্রহরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দুপুর একটার দিকে অক্সফোর্ডের ৫০ লাখ টিকার প্রথম চালান বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউজে এসে পৌঁছায়। টিকার এই চালান বেক্সিমকোর বিশেষায়িত ভ্যানে করে টঙ্গী চেরাগ আলী এলাকায় ওয়ারহাউজে নিয়ে আসা হয়।
নিজস্ব প্রতিবেদক: এক বছর হলগুলো বন্ধ...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: বিএনপি...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: শহর ও ধনী মানুষের...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন