অনলাইন ডেস্ক: করোনা মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গুইসেপ কন্তে।
এর আগে স্থানীয় সময় সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) পদত্যাগ করবেন তিনি। করোনাভাইরাসে বিধ্বস্ত হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত। খবর সিএনএন।
সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে কন্তে জানান, মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। এদিন স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিপরিষদের বৈঠক আহ্বান করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গুইসেপ কন্তে।
কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই গুইসেপ কন্তের পদত্যাগ করলেন।
করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইতালি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এই মহামারিতে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন গুইসেপ কন্তে।
এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিতর্কের জেরে গত ১৩ জানুয়ারি গুইসেপ কন্তের জোট সরকার থেকে বেরিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি-র ইটালিয়া ভিভা পার্টি। ফলে সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার দুর্বল হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালিতে ক্ষমতায় এসেছে ৬৪টি সরকার। সর্বশেষ ২০১৮ সালের জুনে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কন্তে। ইতালিতে ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও অভিবাসন দেখভালের বিরোধিতাকারী প্রথম সরকারের প্রধান তিনি শপথ নিয়েছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন