করোনার টিকা নিতে কি করবেন?
প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:১২, ২৯ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক: অতিমারী করোনা ভাইরাস মোকাবেলায় দেশের মানুষের টিকা প্রয়োগ শুরু করেছে সরকার। গত বুধবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ঢাকার পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়েছে। এরপর ৭’ই ফেব্রুয়ারি থেকে দেশের সকল জেলা-উপজেলা পর্যায়েও এই কার্যক্রম শুরু হবে।
টিকা নিতে হলে আপনাকে প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দিবে না সরকার। সরকারি সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) অথবা "সুরক্ষা" অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হয়। নিবন্ধন সম্পন্ন হলে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।
নিবন্ধন প্রক্রিয়া:
টিকা নিতে হলে প্রথমেই আপনাকে ‘সুরক্ষা’ অ্যপসে অথবা www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।
- ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণী সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় যথাযথ হলে বাংলা ও ইংরেজিতে নাম ফর্মে দেখা যাবে। দীর্ঘমেয়াদী রোগ, কোমরবিডি আছে কিনা হ্যাঁ অথবা না সিলেক্ট করতে হবে।
- নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরাসরি কোভিড-১৯ কাজের সাথে জড়িত কিনা তা নির্বাচন করতে হবে।
- যে মোবাইলে ভ্যাক্সিনের তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে।
- ফর্মে বর্তমান ঠিকানা ও টিকা কেন্দ্র নির্বাচন করতে হবে।
- সব শেষে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
- নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে “টিকা কার্ড সংগ্রহ”বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।
- নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এমএমএস এর মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে।
- টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয় পত্রের কপি সাথে নিতে হবে।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন