ডেস্ক প্রতিবেদন: চতুর্থ ধাপে দেশের ৩৫ টি জেলার ৫৫টি পৌরসভায় ভোট রোববার (১৪ ফেব্র“য়ারি)। শুক্রবার (১২ ফেব্র“য়ারি) রাত ১২ টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণা। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। এর আগে তিন ধাপে ১৪৮ পৌরসভায় নির্বাচন হয়েছে। চতুর্থ ধাপে আগামী রোববার ৫৬ টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ফেনীর পরশুরাম পৌরসভায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ভোট হবে ৫৫টি পৌরসভায়। এরমধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট হবে ২৯ পৌরসভায়, আর কাগজের ব্যালটে ২৬ পৌরসভায়।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে শেষ মূহুর্তে নির্বাচনী এলাকাগুলোয় জোরদার প্রচারণা চালিয়েছেন প্রাথীরা। দিয়েছেন আধুনিক নাগরিক সুবিধাসহ এলাকার উন্নয়নের নানান প্রতিশ্র“তি।
ভোট সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল কেন্দ্র্রে কেন্দ্র ইভিএম পাঠিযে দেয়া হবে। তবে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কাগজের ব্যালট পাঠানোর কথা রয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন