রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে মহানগরীর সিটি হাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক জামানুর রহমান সবুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান জানান, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সিটি হাট সংলগ্ন সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সবুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন