নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর জওয়ানদের গুলিতে শহীদ সেনা কর্মকর্তাদের চোখের জলে স্মরণ করছে স্বজন-সহকর্মীরা। পিলখানা ট্রাজেডি দিবসে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে প্রথমেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। পরে স্বজন-সহকর্মীরা পুস্পাঞ্জলি দেন শহীদদের কবরে। এসময় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান পরিবারের সদস্যরা।
অশ্রু আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো এক যুগ আগে পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে শহীদ সেনা কর্মকর্তাদের। বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁদের সামরিক সচিবরা শহীদদের কবরে পুষ্পার্ঘ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে নিহতদের পরিবারের সদস্যরা তাদের হারানো স্বজনের কবরে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। অশ্রুসিক্ত চোখে দিনটি স্মরণ করে আজও শোকে স্তব্ধ তাঁরা।
বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্বজনরা এসেছিলেন ফুল হাতে বুকচাপা কান্না নিয়ে। কারো বাবা-মা, কারো সন্তান কারো স্ত্রী চোখের জলে স্মরণ করেন প্রিয়জনকে। এই হত্যাযজ্ঞের ১২ বছরেও সব মামলার রায় না হওয়ায় এবং নেপথ্যের কারণ সামনে না আসায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা।
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরাও।
বিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন