নিজস্ব প্রতিবেদক: এ বছরের মধ্যে পিলখানা হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। ২০০৯ সালের সেই নারকীয় ঘটনার নেপথ্যে কারা, জাতির সামনে তা তুলে ধরতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছে দলটি।
পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব দাবি জানান, দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। একইসাথে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সেনাবাহিনী থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
মেজর হাফিজ বলেন, ‘আমরা আশা করি, এবছরের মধ্যে এ হত্যাকাণ্ডের চূড়ান্ত ফয়সালা ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের শাস্তির আওতায় আনা হবে। শহীদ পরিবারগুলো মনোবেদনার মধ্য দিয়ে দিন পার করছে। তাদের শান্তি ও শহীদদের আত্মার শান্তির জন্য দ্রুত এ নির্মম হত্যাকাণ্ডের বিচার আশা করি। সেই সঙ্গে এদেশে আমরা সুশাসন কামনা করি। দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে, তার মুক্তি কামনা করি।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন