নিজস্ব প্রতিবেদক: শহর ও ধনী মানুষের তুলনায় দরিদ্র ও গ্রামের মানুষ করোনায় কম আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধানে একটি গবেষণা হওয়া প্রয়োজন বলে জানিয়েছে জলবায়ু ও পরিবেশ বিষয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস আয়োজিত অনলাইন সেমিনারে অংশ নিয়ে বক্তারা একথা জানান।
গবেষকরা ধারণা করছেন, গ্রামীণ ও দরিদ্র মানুষের করোনায় কম সংক্রমণের কারণের সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। প্রকৃতিকে সংরক্ষণ করে আগামীতে উন্নয়ন কর্মকান্ডগুলো হওয়া প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে সরকারকে এই উন্নয়ন মডেল নিয়ে ভেবে দেখার আহ্বান জানান জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৯ বছর পর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন