নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যারা। আজ (বৃহস্পতিবার) সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই আবেদন করেন তারা।
নিহত সাংবাদিক মুজাক্কিরের বড় ভাই নূর উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ও দ্রুত বিচারের দাবি জানান তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই নূর উদ্দিন। এসময় তার বাবা নুরুল হুদা, মা মমতাজ বেগমসহ পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান, নিহত মুজাক্কির সাংবাদিকতা পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। নিজ এলাকার অসহায় ও গরীব মানুষের দ্বারে দ্বারে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বুরহান উদ্দিন মুজাক্কির।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : হেফাজতে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ির শনির...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন