রাঙ্গামাটি সংবাদদাতা: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাঘাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার বিনয় চাকমা এই মামলা করেন।
মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনকে আসামি করা হয়েছে। এতে জেএসএস (জনসংহতি সমিতি) সন্তু লারমা দলের নেতা মনিময় চাকমা ও বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করা হয়েছে।
এদিকে হত্যার ঘটনায় পুরো এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন