নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে দুদককে নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। আগামী ৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্ময়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নানা অনিয়মের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ২০১৪ সালে এই ১৭ সিবিএ নেতাকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু দুদকের তলবে হাজির না হয়ে তারা অভিযোগ অস্বীকার করে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন