নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমেদ অসুস্থ হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হন মুশতাক আহমেদ। গুরুতর অসুস্থ মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুশতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮টা ২০ মিনিটে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, হাসপাতাল সূত্র জানিয়েছে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
মুশতাক অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। ২০২০ সালের মে মাসে রমনা থানায় লেখক মুশতাক আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে র্যাব তিনটি মামলা করে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়। করোনাভাইরাসের সংকটের মধ্যেই একই বছরের ৫ মে তাকে গ্রেপ্তার করে র্যাব।
মুসতাক আহমেদ লালমাটিয়ায় স্ত্রী ও বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। বাণিজ্যিকভাবে দেশে কুমির চাষের অন্যতম প্রবক্তাও ছিলেন তিনি।
বিউটি সমাদ্দার: সব ভেদাভেদ ভুলে দেশের...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন