নিজস্ব সংবাদদাতা: গতকাল (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার (০১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশকে মাদক ও জঙ্গিমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। পুলিশ বাহিনী চরম নিষ্ঠা ও ধৈর্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের আন্তরিকতা কর্মনিষ্ঠা এবং নিজেদের জীবন উৎসর্গ করার মত চরম ত্যাগে দায়িত্ব পালনে যে অনন্য নজির স্থাপন করেছেন, সেজন্য পুলিশ বাহিনীসহ আমরা দেশবাসী গর্বিত।’
মন্ত্রী বলেন, ‘গতকাল (রোববার) প্রেসক্লাবের সামনে পুলিশ সদস্যদের নির্মমভাবে পেটানো হয়েছে। পুলিশ বাহিনীতো কারো প্রতিপক্ষ না। কিন্তু দেশ বিরোধী একটি শক্তি পুলিশকে প্রতিপক্ষ মনে করছে। তাদেরকে জাতিসত্ত্বা থেকে আলাদা করার সময় এসেছে’।
তিনি আরও বলেন, প্রেসক্লাবের ভেতরে পুলিশ কখনো ঢোকেনা। বহিরাগতদের হামলা ঠেকাতেই কিছু পুলিশ প্রেসক্লাবে ঢুকেছিল। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুঁড়েছিলো। বহিরাগতরা ভবিষ্যতে যেন প্রেসক্লাবে প্রবেশ করতে না পারে, সেদিকে প্রেসক্লাব কর্তৃপক্ষকে লক্ষ্য রাখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন