নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদার বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, পি কে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেলে দেশত্যাগ করেন। এসময় তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করলেও তার কানাডিয়ান পাসপোর্টও রয়েছে।
এর আগে, গত ১৫ ফেব্র“য়ারি, পি কে হালদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে দেশত্যাগ করলেন, তা জানতে চান হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সাথে পিকে হালদার যেদিন দেশত্যাগ করেছিলেন, সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকা দাখিল করতে বলেন।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত পুলিশ...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন