নিজস্ব সংবাতদাতা: রাজনীতিবিদদের দলাদলি আর কোন্দলের জন্যই জাতি বিভক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (০২ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জিয়া শিশু পরিষদ আয়োজিত শাপলা কুঁড়ি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করা সম্ভব হয়নি, এই দায় সবার।
এসময় শিশুদের জন্য ন্যায়ভিত্তিক সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন