নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় দন্ডিত ব্যক্তিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে বিএনপি মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (০২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুন্ঠিত করাসহ বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন ‘মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান’ প্রদর্শন করার শামিল’।
তিনি আরো বলেন, দেশে গাড়ি চালানোয় নারীদের আগ্রহ থাকায় তাদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। বিআরটিসিকে জনবান্ধব করে চট্টগ্রামসহ সারাদেশে রুট সম্প্রসারণ করতে সংশ্লিষ্টের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন