নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে বিলাসবহুল হোটেল ও বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিবাদে রাজধানী ঢাকায় সংহতি সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চিম্বুক পাহাড় ম্রো ভূমি রক্ষা আন্দোলন।
আজ মঙ্গলবার (০২ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় এই সমাবেশ পালন করেন আদিবাসীরা।
সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশনসহ বেশকিছু সংগঠন সংহতি জানিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া ম্রো আদিবাসীরা জানান, পাহাড়ে বিনোদন কেন্দ্রের নামে তাদের উচ্ছেদের পাঁয়তারা চলছে।
বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন