আশিক মাহমুদ: রাজধানীসহ সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এগুলোর বেশিরভাগের অনুমোদন নেই। সেবা দেয়া তো দূরের কথা রোগী আটকে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগও রয়েছে। একটানা ৩ বছর রোগী আটকে রেখে নির্যাতনের অভিযোগে মামলাও হয়েছে।
রাজধানীর হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। চিকিৎসার নামে তাকে আটকে রাখা হয়েছিলো ৩ বছর। পরিবারের সাথে দেখা করা বা কথা বলতে দেয়া হয়নি।
চলতি বছরের শুরুর দিকে মায়ের মৃত্যু সংবাদ শুনে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর নির্যাতনের বর্ণনা দিয়ে সাধারণ ডায়েরি করেন হাতিরঝিল থানায়। পরে হলি লাইফের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এই মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শয্যা সংখার তিন গুণ বেশি রোগী রাখা ও রোগীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কোনভাবেই রোগীকে চিকিৎসার নামে নির্যাতন ও তিন থেকে চার মাসের বেশি নিরাময় কেন্দ্রে রাখার সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ সারাদেশে প্রায় ১৩০০ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গড়ে উঠেছে। যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন রয়েছে মাত্র ৩২৪টি’র। এসব বিষয়ে জানতে বহুবার মাদকদ্রন্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেননি।
অনুমোদনহীন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে অপচিকিৎসা ও নির্যাতনে রোগীর প্রাণহানিও ঘটেছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন