কুড়িগ্রাম সংবাদদাতা: প্রচারণার অভাব ও নিবন্ধন জটিলতার কারণে করোনার টিকা নেয়ার প্রতি আগ্রহ হারাচ্ছেন কুড়িগ্রামের বিভিন্ন চরের বাসিন্দা। টিকা নেয়ার জন্য নৌপথ পাড়ি দিয়ে জেলা কিংবা উপজেলা সদরে যাওয়ার আগ্রহও নেই চরাঞ্চলের মানুষের। কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে প্রত্যন্ত অঞ্চলে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
কুড়িগ্রাম জেলায় ছোট-বড় ১৬টি নদীর পাঁচশতাধিক চরে ৬ থেকে ৭ লাখ মানুষের বাস। করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার জন্য প্রচারণা কিংবা নিবন্ধন, কোনটাই নেই এসব চরে। টিকা সম্পর্কে ধারণাও নেই অনেকের।
করোনার টিকা নিতে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ কোন ব্যবস্থা না থাকায় জেলা কিংবা উপজেলা সদরে যেতে হয়। কাজ ফেলে নদী পাড়ি দিয়ে টিকা নিতে যাওয়ার আগ্রহ নেই চরাঞ্চলবাসীর।
এদিকে, অনলাইনে নিবন্ধন করায় জটিলতার কারণে টিকা নেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে।
কমিউনিটি ক্লিনিক কিংবা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীদের দিয়ে প্রত্যন্ত এলাকায় করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
চরাঞ্চলের মানুষের টিকা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ উলেখ করে সিভিল সার্জন বলেন, ইউনিয়ন পরিষদের তথ্য সেন্টার থেকে টিকা নিবন্ধন করা যাবে।
কুড়িগ্রামের চরাঞ্চলে করোনার টিকাদান কর্মসূচি সফল করতে প্রচারণা চালাতে জেলা ও উপজেলা প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহবানও জানান সিভিল সার্জন।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন