ফরিদপুর সংবাদদাতা: দারিদ্র্যকে পেছনে ফেলে, এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কঠিন সংগ্রাম করে যাচ্ছে ফরিদপুরের দুই বোন মিম ও মিশা। বাবার ফুটপাতের হোটেলে হাড়ভাঙ্গা খাটুনির পরও তারা বড় হওয়ার স্বপ্ন নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
ফরিদপুরের আলীপুর শাপলা মহল্লায় বাবা, মা, তিন ভাই বোনের সংসার মিম ও মিশা আক্তারের। শহরের আলীমুজ্জামান ব্রিজের পাশে ফুটপাতে দরিদ্র পিতার ছোট ছাপড়া হোটেল। সেখানে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দুইবোন।
দারিদ্র তাদের দমাতে পারেনি। কঠোর পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। মিম দশমশ্রেনী আর মিশা নবম শ্রেনীতে পড়ছে শহরেরই একটি স্কুলে। চোখে তাদের বড় হওয়ার স্বপ্ন।
দিনে বাবার খাবার হোটেলে কাজ করে, আর রাতে পড়ালেখা। এভাবেই সংগ্রাম করে যাচ্ছে দুই বোন।
অভাবের সংসার। বাবা-মায়ের সামর্থ্য নেই টাকা দিয়ে লোক রেখে হোটেল চালানোর। আর তাইতো মেয়েরা সহায় হয়ে উঠেছে পরিবারের। চালিয়ে যাচ্ছে লেখাপাড়াও।
সংগ্রামী দুই বোনের পাশে দাঁড়াতে চায় ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের শিশুপরিবার।
শত বাধায়ও পিছিয়ে পড়বে না, লেখাপড়া করে মাথা উঁচু করে দাঁড়াবে অদম্য দুই বোন, এমনটাই প্রত্যাশা সবার।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন