নিজস্ব প্রতিবেদক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত হলেন সাংবাদিক শাহীন রেজা নূর। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় তার দেহ। সেখানে শেষবারের মত শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শাহীন রেজা নূরের দ্বিতীয় জানাজা।
বিকেলে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। এর আগে, ভোরে তার দেহ কানাডা থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ নেয়া হয় মোহম্মদপুরের বাসায়। সেখানে অনুষ্ঠিত হয় শাহীন রেজা নূরের প্রথম নামাজে জানাজা। গত ১৩ই ফেব্র“য়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে মারা যান সাংবাদিক শাহীন রেজা নূর।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন