নওগাঁ সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৮ম মৃত্যুবার্ষিকী। আজ শনিবার (০৬ মার্চ) সকালে নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন মরহুম আব্দুল জলিলের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এসময় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলালসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানান।
শনিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের ৬’ই মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল জলিল।
নিজস্ব প্রতিবেদক: দেশে কেউ অরাজকতা...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন