অনলাইন ডেস্ক: একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে। তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এবং আমাদের ত্বককে শুষ্ক করার হাত থেকে রক্ষা করে। তৈলাক্ত ত্বকের সুবিধা হল তেল বলীরেখা ও মুখের রঙের কোন পরিবর্তন হওয়া থেকে রক্ষা করে। কিন্তু তৈলাক্ত ত্বকের অসুবিধা হলো তৈলাক্ত ত্বকে খুব সহজে ধুলোবালি আটকে যায়। তৈলাক্ত ত্বকের ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে ব্রন হওয়ার প্রকোপ বাড়ে।
তৈলাক্ত ত্বক বুঝার উপায়:
. চকচকে এবং পিচ্ছিল একটা ভাব থাকে কপালে, নাকে এবং থুতনিতে। এই এলাকাকে টি জোন বলে।
. ত্বকটি নরমাল বা স্বাভাবিক ত্বকের চেয়ে ঘন, মোটা থাকে।
.মুখের পোর-গুলো বড় থাকে এবং খালি চোখেই দেখা যায়।
. ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং গুটিগুটি উঠে মুখে।
. মুখ ধোয়ার কিছু সময় পরেই মুখ তৈলাক্ত হয়ে যায়।
. ঘুম থেকে ওঠার পর মুখ অতিরিক্ত তৈলাক্ত থাকে।
. নাকের চারপাশে সাদা সাদা চামড়া থাকে।
. চুল তৈলাক্ত থাকে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন