নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করাসহ কয়েকদফা নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার (০৭ এপ্রিল) উপসচিব মো: সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জু'মা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোন প্রকার সভা ও সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে উলিখিত নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন