ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইট 'দারাজ'। এখন থেকে ২০২৩ সালের ৩০’শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল (নারী ও পুরুষ), ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের পৃষ্ঠপোষকতা করবে প্রতিষ্ঠানটি। আজ বুধবার (০৭ এপ্রিল) দারাজের সঙ্গে চুক্তি করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফলে এখন থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেটারদের জার্সিতে দেখা যাবে দারাজের লোগো। একই মেয়াদে দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি দলের কিটস পার্টনার হিসেবে যুক্ত থাকবে।
বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী দেশের ক্রিকেটে দারাজকে স্বাগত জানিয়ে বলেন, ‘দারাজের মতো আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করা প্রগতিশীল ও উদ্ভাবনী একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে বিসিবি আনন্দিত।’ দেশের ক্রিকেটের সাফল্যে দারাজের সাথে বিসিবির সম্পর্ক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদী তিনি।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দেশের জন্য কিছু করতে পারা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার সুযোগ পেয়ে মনে হচ্ছে আমরা বাংলাদেশে ক্রিকেটের আবেগ ও গৌরবের অংশীদার হতে পেরেছি।’
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন