মাগুরা সংবাদদাতা: মাত্র ১৮ বছর বয়সেই পঞ্চমবারের মতো ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লিখিয়েছেন মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল নামের এক তরুণ। ৩০ সেকেন্ডে ৬২ বার হাতে ফুটবল ঘুরিয়ে তিনি রেকর্ডটি গড়েন। এপ্রিলের ৪ তারিখ ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক তাকে স্বীকৃতি দেয় এই কৃতিত্বের জন্য।
মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান ফয়সাল। ছোটবেলায় ইচ্ছে ছিলো ক্রিকেটার হওয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা আর হতে পারেননি। এরপর শুরু করেন ফুটবলের অনুশীলন। একসময় ফুটবল নিয়ে নানা কসরত শুরু করেন এই তরুণ।
ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিলো ফুটবল নিয়ে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়ার। এরইমধ্যে হাতে ফুটবল ঘুরিয়ে পাঁচবার ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লেখান মাগুরার ফয়সাল। সবশেষ ৩০ সেকেন্ডে ৬২ বার হাতে ফুটবল ঘুরিয়ে তিনি রেকর্ড গড়েন।
ফয়সালের রেকর্ডে খুশি এলাকাবাসী। তারা বলছেন, এর মাধ্যমে এই তরুণ বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরার পাশাপাশি মাগুরার জন্যও বয়ে এনেছেন সম্মান। মাহমুদুল হাসান ফয়সালকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নানা রকম সহায়তা করার কথা জানালেন সংস্থাটির সাধারণ সম্পাদক।
এর আগে ফয়সাল ২০১৮ সালে ১ মিনিটে ১শ' ৪৪ বার বাস্কেটবল এবং ১শ' ৩৪ বার ফুটবল হাতে ঘুরিয়ে গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছিলেন। পরের বছর ঘাড়ে ১ মিনিটে ১শ' ৪৪ বার বাস্কেটবল, ১শ' ৩৪ বার ফুটবল ঘুরিয়ে আবারো গিনেস বুকে নাম লেখান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন