আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধকল কাটিয়ে ধীরে ধীরে জমে উঠছে থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র। সম্প্রতি ৬০টির বেশি দেশের পর্যটকদের জন্য ১৮ মাস পর খুলে দেওয়া হয়েছে দেশটির সীমান্ত।
থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশই আসে পর্যটন খাত থেকে। তবে গত বছর করোনার বিধিনিষেধে ক্ষতির মুখে পড়ে এই খাত। চলতি বছর দেশটিতে প্রায় ২ লাখ ও আগামী বছর প্রায় ৫ কোটি পর্যটক আশা করছেন সংশ্লিষ্টরা। ক্ষতি কাটিয়ে ওঠার আশায় সংশ্লিষ্টরা। পর্যটকদের পছন্দের শহর ব্যাংকক। করোনার আগে রেস্তোরাঁ, বার, হোটেলে দল বেঁধে আসতেন বিভিন্ন দেশের মানুষ।
পর্যটকদের পদচারণায় সরগরম থাকত শহরটির জনপ্রিয় খাওসান রোড। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যাংককের সড়ক, রেস্তোরাঁ ও দোকানপাট হয়ে পড়ে প্রায় জনশূন্য। তবে সম্প্রতি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ায় ব্যাংকক শহরের রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। রেস্তোরাঁয় আসতে শুরু করেছে মানুষ। তবে সীমান্ত খুলে দেওয়া হলেও এখনো রয়েছে কিছু বিধিনিষেধ। দূরত্ব বজায় রাখার পাশাপাশি রাত ১১টার মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে রেস্তোরাঁ, বার ও দোকানপাট।
/admiin