ক্রীড়া ডেস্ক: ফরাসি লিগ ফুটবলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই । জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি।
ম্যাচের শুরুতে দাপট দেখায় সেন্ট এতিয়েন। ২৩ মিনিটে ডেনিস বোয়াঙ্গার গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময় মারকুইনহোসের গোলে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা।
বিরতির পরও দাপট ধরে রাখে পিএসজি। ৭৯ মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের শেষ মূর্হুতে মারকুইনহোস আবারও গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
/admiin