গোলাম মোর্শেদ: সব ভেদাভেদ ভুলে দেশের সব ধরনের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের চেয়ে আপন আর কিছু ছিল না তার কাছে। বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখবার জানবার সুযোগ পাওয়া বহু ব্যক্তি আজো আছেন, তাদের আছে শেখ মুজিবকে ঘিরে বহু স্মৃতি। সেসব স্মৃতি থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা কথা জানা যায়। পাওয়া যায় একজন দৃঢ়চেতা, কিন্তু, ভীষণ মানবিক শেখ মুজিবকে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বছরজুড়ে সাক্ষাতকার ভিত্তিক সেসব খন্ড খন্ড স্মৃতির ধারাবাহিক প্রতিবেদন।
একাত্তরের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধকালে যশোরে ছাত্রলীগ নেতা রবিউল আলম।
রাজনীতির শেখ মুজিবের সাহিত্যের প্রতি অনুরাগ সম্পর্কে জানান এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে যশোর সফর করেন বঙ্গবন্ধু মুজিব। তখন খুব কাছ থেকে এই মহান নেতার রসবোধ দেখার স্মৃতিচারণ করেন সেময়ের ছাত্রলীগ নেতা রবিউল।