শরীয়তপুর সংবাদদাতা: পরিশ্রম ও মেধা খাটিয়ে ভাগ্য পরিবর্তন করেছেন শরীয়তপুরের নড়িয়ার ইসাহাক খলিফা নামে এক ইমাম। মাত্র ১২শ টাকা পুঁজি নিয়ে অনলাইনে ফুলের ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি একটি নার্সারির মালিক। তার দেখাদেখি আশেপাশের বেকার যুবকরাও নার্সারি করায় আগ্রহী হয়ে উঠেছেন।
নড়িয়ার পশ্চিম উপসি গ্রামে বাড়ি ইসাহাক খলিফার। ২০১৮ সালে মালয়েশিয়া থেকে ফিরে শুরু করেন মসজিদের ইমামতি।
২০১৯ সালে খলিফা নার্সারি নামে একটি ফেসবুক পেজ খুলেন ইসাহাক। পেজে গাছের চারা ও বাগানের ছবি আপলোড করেন। এতে আস্তে আস্তে সাড়া পরতে থাকে। বাড়তে থাকে গ্রাহকও। মাত্র এক বছরেই তিনি ফুল ও ফলদ বৃৃক্ষের চারা বিক্রিতে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেন। এখন তার বাগানে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে।
ইসাহাক খলিফা বলেন, অনলাইনে অর্ডার পেলে অন্য নার্সারি থেকে চারা এনে ডেলিভারি করতে। এ বছর জায়গা ভাড়া করে নিজেই গড়েছেন নার্সারি। নিজের নার্সারি থাকায় এখন লাভ বেশি হয় বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, আশপাশে কোন নার্সারি ছিল না, এখন ইসাহাক নার্সারি করায় সুবিধা হয়েছে। এলাকার বেকার যুবকরাও এতে আগ্রহী হয়ে উঠছে।