নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এ টি এম কামাল। আজ (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে তারা দু'জনই আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার ঘোষণা দিলেও তাদের মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা হচ্ছে। দল নির্বাচনে না গেলেও দু'জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। সাখাওয়াত হোসেন খান জানান, দল অন্য কাউকে মনোনয়ন দিলে তিনি প্রার্থীতা প্রত্যাহার করবেন।
/admiin