আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের একটি চিড়িয়াখানায় দুটি জলহস্তী করোনায় আক্রান্ত হয়েছে। তৃণভোজী স্তন্যপায়ী প্রজাতির প্রাণীর মধ্যে এই প্রথম করোনা আক্রান্তের খবর মিললো।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া জলহস্তী দুটির নাম ইমানি ও হেরমাইন। তাদের বয়স ১৪ বছর ও ৪১ বছর। শুধু সর্দি ছাড়া আর কোনও উপসর্গ তাদের নেই। প্রাণী দুটি কিভাবে করোনা আক্রান্ত হলো তা এখনও জানা যায়নি। তাদের কেয়ারটেকারেরও করোনার উপসর্গ দেখা যায়নি এবং চিড়িয়াখানার অন্য প্রাণীদেরও নেগেটিভ রিপোর্ট এসেছে।
করোনা আক্রান্ত প্রাণী দুটিকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার দায়িত্বে থাকা পশু চিকিৎসক বলেন, জলহস্তির এটিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে গরিলা, ওরাংওটাং, শিম্পাজি এবং বিড়ালজাতীয় প্রাণীর মধ্যে করোনা শনাক্ত হয়।