চট্টগ্রামে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৯-১২-২০২১ ০৭:৫৪

আপডেট: ২৫-০১-২০২২ ০৯:৫৮

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঝুটের গুদাম হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। একদিকে আগুন নেভানো হলে আরেকদিকে আগুন দেখা গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।

গোডাউনের একজন মালিক জানান, ভোরে দারোয়ান ফোন করে আগুন লাগার খবর দেয়। সাথে সাথেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গোডাউনে ৫ কোটি মালামাল স্টক করে রাখা ছিলে দাবি করেন এই ব্যবসায়ী।

/admiin