আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা সরকারের বিরোধিতা করায় ১৩ জনকে গুলি করে হত্যা করেছে সেনাসদস্যরা। এর মধ্যে ১১ জনের দেহ পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, দেশটির সেনাসদস্যরা এই হত্যাকাণ্ড চালিয়েছেন। সেখানে অনেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সাগাইং অঞ্চলে কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার সেনারা দন তাও গ্রামে প্রবেশ করে। এরপর বেলা ১১টার দিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়। তিনি বলেন, যাকে সামনে পেয়েছে, তাকেই হত্যা করেছে সেনারা। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি, নিহত ব্যক্তিরা বিদ্রোহী, নাকি সাধারণ বেসামরিক নাগরিক।
গত পহেলা ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরোধিতার জেরে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। এছাড়া আটক করা হয়েছে অনেককে।
/admiin