সিলেট সংবাদাতা: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুধবার বেলা ১২টার মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা এ হুশিয়ারি দেয়।
এর আগে মঙ্গলবার সকালে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হয় তারা। পরে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে।
মিছিলটি উপাচার্যের বাসভবন হয়ে আবারও গোলচত্বরে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা জানান, বর্তমান উপাচার্যকে সরিয়ে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।
দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় তিনি জানান, শিক্ষার্থীদের যুক্তিসংগত দাবিগুলো মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করা হবে।
এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।