সিলেট সংবাদদাতা: অনশন ভাঙ্গার পর এবার উপাচার্যের বাসভবনের সামনের অবরোধ এবং প্রধান ফটক থেকে অবস্থান তুলে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যলয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৬শে জানুয়ারি) রাতে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষার্থীরা। তবে, ক্যাম্পাসে অহিংস আন্দোলন চলবে বলে জানান তারা।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা হলে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে, আন্দোলনকারীদের অর্থ সহায়তা দেয়ার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে সিলেটের আদালত।
গত ১৩ই জানুয়ারি সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদ্যতাগের দাবিতে ওই হলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে সাধারণ শিক্ষার্থীরাও তাদের সাথে একাত্মতা জানায়। তাদের ওপর পুলিশী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ১৭ই জানুয়ারি থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুদিন পর শুরু হয় আমরণ অনশন। সাতদিন পর অধ্যাপক ডক্টর মুহাম্মদ জাফর ইকবালের অনুরোধে বুধবার (২৬ শে জানুয়ারি) সকালে অনশন ভাঙেন শিক্ষার্থীরা।