ক্রীড়া ডেস্ক: রাজধানীর মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে চার দিনে আট ম্যাচ শেষে আগামীকাল (শুক্রবার, ২৮শে জানুয়ারি) থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। দলগুলো ইতিমধ্যে বন্দরনগরীতে প্রস্তুতিও নিচ্ছে। ঢাকায় আসরের শুরু থেকেই লো আর হাই স্কোরিং ম্যাচ মিলিয়ে বেশ জমে উঠেছিল বিপিএলের লড়াই।
এপর্যন্ত হওয়া ৮ ম্যাচ এর মধ্যে ২টিতে জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করে তালিকায় র্শীষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টেরিয়ান্স। একটি ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাকিব আল হাসানের ফরচুন বরিশাল রয়েছে তৃতীয় স্থানে।
বিপিএল ক্রিকেটের এবারের আসরে দেশী-বিদেশী তারকা ক্রিকেটারে ভরপুর মিনিস্টার গ্রুপ ঢাকা। তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থাই শোচনীয়। চার ম্যাচ লড়ে জয়ের দেখা মিলেছে একটিতে।
এপর্যন্ত সর্বোচ্চ রান করেছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চার ম্যাচে তার সংগ্রহ ১২৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি তারকা বেনি হাওয়েল। তিন ম্যাচে হাওয়েল করেছেন ১১২ রান।
বল হাতে এখন পর্যন্ত উইকেট শিকারের র্শীষে রয়েছেন সিলেট সানরাইজার্সের স্পিনার নাজমুল ইসলাম অপু। দুই ম্যাচে অপু শিকার করেছেন ৭ উইকেট।এক উইকেট কম নিয়ে চট্টগ্রামের অধিনায়ক মেহেদী মিরাজ রয়েছেন দ্বিতীয় স্থানে।
বিপিএল ক্রিকেটে পরবর্তী ম্যাচে শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে চারে থাকা খুলনা টাইগার্সের বিরুদ্ধে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি। ঘরের মাঠে জয় নিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় মেহেদী মিরাজের দল। অন্যদিকে, মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সও চাইবে জয় দিয়ে নিজেদের অবস্থানের উন্নতি ঘটাতে।
আরেক খেলায় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে তালিকার নিচের সারির দুই দল সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা।