নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি খুনি ও জঙ্গীদের রক্ষা করতে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। কোটি কোটি ডলার খরচ করে দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা হয়েছে। এই টাকা কোথা থেকে এলো, তা মানুষ জানতে চায়। এর ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে।
আজ বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় সংসদ নেত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে গণবিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছিলো। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে শুধু যে ইনডেমনিটি দেওয়া হয়েছিলো তাই নয়, তাদের পুরস্কৃতও করা হয়।
শেখ হাসিনা বলেন, খুনিদের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিলো। খুনি যখন বিদেশে প্রতিনিধিত্ব করে, তখন দেশের ভাবমূর্তি বিপন্ন হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশ পিছিয়ে থাকবে না বলে যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন সেটা বাস্তবায়ন করেছেন। এসময় খাদ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যথেষ্ট খাদ্য মজুত আছে। সামনে বোরো ফসল আসছে। কোনো সংকট হবে না।
/joy