ডেস্ক প্রতবেদন: ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ২শ’ ১৯টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী সোমবার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা। শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। এই ধাপে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। নির্বাচন সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেয়ার কথা জনিয়েছে নির্বাচন কমিশন।
আর মাত্র একদিন পরই হতে যাচ্ছে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। তাই শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে মন জয়ের চেষ্টা করছেন তারা।
সোমবার দিনাজপুরের সদর, ঘোড়াঘাট, বিরল ও বীরগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়নে ভোট হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৮ জন প্রার্থী। এখন ব্যস্ততার শেষ নেই তাদের। তীব্র শীত উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট দেয়া নিয়ে আগ্রহের শেষ নেই ভোটারদের মাঝে।
নির্বাচনী কর্মকর্তারা জানালেন, ইভিএমে যাতে ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারেন, সেজন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা।
এদিকে, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। সমানতালে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।
সুষ্ঠু নিবাচন আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাঠ পর্যায়ে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য।
আগামী ৩১শে জানুয়ারি দেশের ৪২টি উপজেলার ২১৯টি ইউনিয়নে ভোট হবে। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
/admiin