তাহিরপুরে শিমুল বাগানে রক্তিম আভা

প্রকাশিত: ১৮-০২-২০২২ ০৯:১১

আপডেট: ২৪-০২-২০২২ ১৪:০৩

সুনামগঞ্জ সংবাদদাতা: প্রতি বছরের মতো এবারও বসন্তের শুরুতেই সুনামগঞ্জের তাহিরপুরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে ফুটতে শুরু করেছে ফুল। লাল আভায় ঢেকে গেছে তিন হাজার গাছ। প্রকৃতির এই অনন্য রূপ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ছুটে যাচ্ছেন সৌন্দর্য পিপাসুরা। 

ফুলের অপরূপ সৌন্দর্য্য আর রক্তিম আভা পুরো এলাকায়। ওপারে ভারতের মেঘালয় রাজ্য, মাঝে যাদুকাটা নদী, তার এপারে শিমুল বাগান। পাহাড় আর নদীর কোল ঘেঁষে নয়ন জুড়িয়ে দাঁড়িয়ে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০০৩ সালে প্রায় ১০০ বিঘা জমিতে  তিন হাজারেরও বেশি গাছ  দিয়ে এই শিমুল বাগানটি গড়ে তোলেন জয়নাল আবেদীন।

বিশাল এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই প্রিয়জনদের সাথে নিয়ে ছুটে আনের প্রকৃতিপ্রেমিরা। ফুলের সৌরভে আর পর্যটকদের পদচারণায় মেতে ওঠে চারপাশ। 

পর্যটকরা বলছেন, প্রান্তরজুড়ে প্রকৃতির এমন রূপ দেখে মন ভরে যায়। তবে সেখানে স্বস্তি নিয়ে যাতায়াতের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার তাগিদ দিলেন তারা। 

এদিকে, প্রতি বছরই নদী ভাঙ্গনের শিকার হচ্ছে এই শিমুল বাগান। এ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানালেন শিমুলবাগান কর্তৃপক্ষ। 

প্রকৃতি দুহাত ভরে সৌন্দর্য্য উজাড় করে দিয়েছে এই শিমুলবাগানে। যার খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়ছে সারাদেশে। 

/admiin