বইমেলায় পাঠকের ভিড়, বেড়েছে বিক্রি

প্রকাশিত: ১৯-০২-২০২২ ১৯:২২

আপডেট: ২০-০২-২০২২ ১৭:১৫

ফাহিম মোনায়েম: সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে অমর একুশে বইমেলায় সকাল থেকেই পাঠকের ভিড়। বাড়ছে বিক্রিও। শিশুদের স্টলগুলোতে কচিকাঁচাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছেন অনেকে। বাংলা একাডেমিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে শিশুদের জন্য মুজিব গ্রাফিক নভেল পর্ব ৯ এবং ১০ম পর্বের মোড়ক উন্মোচন করা হয়।
 
বঙ্গবন্ধু যখন ১৯৬৭ সালে কারাগারে ছিলেন সেসময়ে তিনি যে আত্মজীবনী লিখেছিলেন তা নিয়েই মুজিব গ্রাফিক নভেল এর এই সিরিজ। বাংলা একাডেমিতে এর নবম ও দশম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়। 

বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তার বেড়ে ওঠা, দুর্ভিক্ষের সময় কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, কৈশোর, রাজনৈতিক ও  কারাগারের জীবন উঠে এসেছে দশ খন্ডের এই সিরিজে। শেষ খন্ডের নাম মুক্তির পথে। যেখানে আছে জাতির মুক্তির আন্দোলনে শেখ মুজিবের বন্দি জীবনের কথা। পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এর প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। 

শিশুপ্রহর না থাকলেও ছুটির দিনে সকাল বেলা শিশুদের আনাগোনাই বেশি। বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে পছন্দের বই বাছাই করছে নিজেরাই।   

শিশু কর্ণারের বিক্রেতারা জানান, প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে শিশুদের বই। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়ার আশা করছেন বিক্রেতারা। 

/admiin