নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার আওতায় আনতে মিরপুরে গণটিকা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে তাৎক্ষণিক নিবন্ধন করে ব্যবসায়ীদের দিনব্যাপী টিকা দেয়া হয়। এদিন মিরপুর অঞ্চলের ৫টি কেন্দ্রে ব্যবসায়ীদের পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি মানুষকে দেয়া হয় করোনার ভ্যাকসিন। রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা প্রদান কার্যক্রম।
করোনার গণটিকা কার্যক্রমের আওতায় রাজধানীর উত্তরার পর এবার মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ী এবং এলাকার সাধারণ মানুষকে টিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আঠারো বছরের বেশী বয়সীরা তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিয়েছেন।
আজ শনিবার (১৯শে ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর অঞ্চলের ৫টি কেন্দ্রে বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে চলে এই কর্মসূচী। সহজেই টিকা নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ব্যবসায়ীরা।
একই সময়ে মিরপুর শপিং সেন্টার কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে।
এদিকে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক সাত এক শতাংশ। আর গেলো দিনে মারা গেছেন ১৩ জন।
/admiin