নিজস্ব প্রতিবেদক: ভবন নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশনের অনুমোদন নেয়ার প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আবাসন ব্যবসায়ীরা। আজ শনিবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, সরকারের এমন সিদ্ধান্তে যেকোন অবকাঠানো নির্মাণে জটিলতা বাড়বে। এতে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।
তিনি দাবি করেন, সিটি কর্পোরেশনের অবকাঠামো নির্মাণের অনুমোদন ও মনিটরিং করার সক্ষমতা নেই। একই কাজের দায়িত্ব ভিন্ন দুটো প্রতিষ্ঠানকে দিলে সমন্বয়হীনতা, জনগণের ভোগান্তি বাড়ার পাশাপাশি ভবন নির্মাণে দীর্ঘসূত্রিতা ও ব্যয় বাড়বে। এধরণের সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটির নেতারা।
/admiin