নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার হামলার মুখে চলমান পরিস্থিতিতে ইউক্রেন থেকে এ পর্যন্ত প্রায় তিনশ’ বাংলাদেশি পোল্যান্ড ও রোমানিয়ায় পৌঁছেছে। তারা বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আছেন। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশীদের নিরাপদে পোল্যান্ডে ফিরিয়ে নিতে কাজ করছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। পোলিশ সরকার বাংলাদেশি নাগরিকদের ১৫ দিন সেখানে থাকার অনুমতি দিয়েছে।
এদিকে, ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ নাবিক। বন্দরে রাশিয়ান সেনারা মাইন পুঁতে রাখায় সেখান থেকে তারা সরতে পারছেন না। যে কারণেই আটকে পড়া নাবিকরা তাদের উদ্ধার করতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিপিং করপোরেশনের সহযোগিতা চাইছেন। জাহাজাটিতে থাকা নাবিক ওমর ফারুক তুহিন তার হোয়াটসঅ্যাপ থেকে গণমাধ্যমে এতথ্য জানিয়েছেন।
AR/sharif