পটুয়াখালী সংবাদদাতা: করোনার বিধিনেষেধ উঠে যাওয়ায় পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটার সমুদ্র সৈকত। প্রতিদিনই দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করছেন সৈকতের বালুকা বেলায়। তবে আনন্দের মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের উচ্চ মূল্য। প্রায় সব রেষ্টুরেন্টেই খাবারের দাম বেশি বলে অভিযোগ করেছেন পর্যটকরা।
করোনা অতিমারির কারণে দীর্ঘ দুই বছর ঘরে বন্দি থাকার পর পরিবার পরিজন নিয়ে এখন অনেকেই ঘুরতে বেরিয়ে পড়ছেন। ভিড় করছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। সাগরে গা ভিজিয়ে কিংবা পরিবারের সাথে প্রকৃতির অপার সৌর্ন্দয্য উপভোগ করছেন।
তবে আনন্দে সময় কাটাতে আসা পর্যটকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে খাবারের দাম নিয়ে। আবাসিক হোটেলগুলোতে রুম ভাড়া নির্ধারিত থাকলেও, রেস্টুরেন্টে খাবারের অস্বাভাবিক দাম নেয়ার অভিযোগ উঠেছে।
কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল খালেক বলেন, পর্যটকদের সেবা দেয়ার বিনিময়ে বাড়তি অর্থ যেন নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও সুফল মিলছে না। এক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের উচিত সচেতন পদক্ষেপ নেয়া।
rocky/prabir