কক্সবাজার সংবাদদাতা: টানা তিনদিনের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত পর্যটন শহর কক্সবাজার। কানায় কানায় পূর্ণ সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজ। সমুদ্র সৈকতের পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পটে সানন্দে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, পবিত্র শবে বরাত ও সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিনের ছুটিতে হাজার হাজার মানুষ কর্মব্যস্ততা ফেলে পরিবার- পরিজন নিয়ে ছুটে এসেছেন কক্সবাজারে। ভ্রমণ পিপাসু পর্যটকরা সমুদ্র সৈকতের পাশাপাশি সমুদ্র ভ্রমণ, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, মেরিনড্রাইভ সড়ক, দরিয়ানগর পর্যটন স্পট, হিমছড়ি, ইনানী, মহেশখালী, সোনাদিয়াসহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন।
সমুদ্রের ঢেউয়ের লোনা জলে গা ভাসিয়ে আর বালুকা বেলায় দাঁড়িয়ে সুর্যাস্ত দেখে সময় কাটাচ্ছেন তারা। পর্যটকদের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজারের সাব-ইন্সপেক্টও মোহাম্মদ আইয়ুব।
rocky/prabir