ঢাকায় তিনদিনের পর্যটন মেলা শুরু

প্রকাশিত: ৩০-০৩-২০২২ ২১:০৩

আপডেট: ৩০-০৩-২০২২ ২১:০৩

নিজস্ব প্রতিবেদক: করোনা অতিমারির কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর ঢাকায় আবারও শুরু হল পর্যটন মেলা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) রাজধানীতে তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করেছে। 

এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম বারের মতো পর্যটন মেলা বসেছে। মেলায় দেশি-বিদেশি ৮৮টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ৮টি প্যাভিলিয়ন ও ৮০টি স্টল।

পর্যটকরা কিভাবে, কোন জায়গায় ভ্রমণ করতে পারবেন তার সহজ নির্দেশিকা আছে স্টল আর প্যাভিলিয়নগুলোতে।

এছাড়া দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানগুলোর ভ্রমণ সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে এখানে। এই মেলা ভ্রমণের জন্য সবার মাঝে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন মেলা সংশ্লিষ্টরা। করোনা অতিমারির ক্ষতি পুষিয়ে নিতে পর্যটন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। 

উদ্বোধনের আগে একই স্থানে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থিত এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা অংশ নেন। এসময় বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেন, সচেতনতা বাড়ানোর জন্যই এই মেলার আয়োজন। মেলার কারণে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবেন বলে মনে করেন তিনি। 

তিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। শেষ হবে পহেলা এপ্রিল।

TH/sharif