লিবিয়া উপকূল থেকে ৫৪২ জনকে আটক

প্রকাশিত: ২৬-০৪-২০২২ ১০:১৬

আপডেট: ২৬-০৪-২০২২ ১৩:২৬

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরের উপকূল থেকে দুই শতাধিক বাংলাদেশিসহ ৫৪২ জনকে আটক করেছে লিবিয়া পুলিশ। গত শনিবার (২৩শে এপ্রিল) ত্রিপোলির পূর্ব উপকূল থেকে তাদের আটক করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা আজ এতথ্য জানিয়েছে। তারা বলছে, মোট ৫৪২ জনকে আটক করা হয়েছে। তবে বার্তাসংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, আটককৃত অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। আটকদের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫ শতাধিক মানুষকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।’ 

উল্লেখ্য, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের মূল রুট হয়ে উঠেছে লিবিয়া। দেশটি থেকে ভূমধ্যসাগরে নৌযানের মাধ্যমে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত তিন মাসে পাঁচ শতাধিক বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে। 

rocky/sharif