নিথর দেহে সিলেটে ফিরলেন আবদুল মুহিত

প্রকাশিত: ০১-০৫-২০২২ ০০:৫৩

আপডেট: ০১-০৫-২০২২ ০০:৫৩

সিলেট সংবাদদাতা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর জন্মস্থান সিলেটে সপরিবার আসতে চেয়েছিলেন। আবারও প্রিয় শহরে আসলেন, তবে নিথর দেহে কফিনবন্দি হয়ে। 

তাঁর মরহে বহনকারী গাড়িটি শনিবার (৩০শে এপ্রিল) রাত ১০টায় নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় মুহিতের পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। এ সময় হাফিজ কমপ্লেক্সে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মী, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী আর সাধারণ মানুষ চোখের পানিতে বরণ করে নেন তাঁদের প্রিয় এই মানুষকে।

এর আগে শনিবার বিকেলে ঢাকার আনুষ্টানিকতা শেষ করে বিমানের ফ্লাইটে সিলেট পৌঁছায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পরিবারের সদস্যরা। তারা পৈত্রিক নিবাস রায়নগরের পারিবারিক স্থানে গিয়ে কবরের জায়গা নির্ধারণ করে আসেন। 

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন- শনিবার রাতে মুহিতের মরদেহ নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে রাখা হবে। রবিবার দুপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এরপর বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। 

 

MNU/sat