পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও চারজন। শনিবার (৩০শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কমলাপুরের বাহেরমৌজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মোল্লা ওই গ্রামের (২৬) সোবাহান মোল্লার ছেলে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ শহিদুল্লাহ জানান, বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফের সাথে নিহত রাসেল মোাল্লার বাবা সোবাহান মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে জমিতে মুগডাল তুলতে যায় জয়নাল শরীফ ও তার লোকজন। এতে বাধা দিতে যায় রাসেল ও তার পরিবারের লোকজন। এ সময় জয়নাল শরীফের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাসেলসহ পাঁচ জনকে গুরুতর আহত করে । এতে ঘটনাস্থলেই নিহত হন রাসেল। আহত হয়েছেন একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার, ফিরোজ। তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
MNU/sat